বগুড়ায় পুকুরে বিষ প্রয়োগ: আড়াই লক্ষাধিক টাকার রেনুপোনা বিনষ্ট

আদমদিঘী(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২০ ১১:৪২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৯ বার।

বগুড়ার আদমদীঘিতে একটি মাছচাষ পুকুরে বিষ প্রয়োগ করায় প্রায় আড়াই লক্ষাধিক টাকার পবদা মাছের রেনুপানা বিনষ্ঠ করা হয়েছে।  বৃহস্পতিবার ভোর রাতে উপজেলা বিনাহালী গ্রামের মসজিদের নিকট পুকুরে বিষ প্রয়োগ করা হয়।
স্থানীয়রা জানায়, আদমদীঘির বিনাহালী মসজিদের সামনে জনৈক আব্দুল লতিফের ফকরা নামক একটি পুকুর দুপচাঁচিয়া উপজেলার মাজিন্দা গ্রামের জিল্লুর রহমান লিজ গ্রহন করে দীঘদিন যাবত মাছচাষ করে আসছে। এবার তিনি ওই পুকুরে পবদা রেনুপোনা মাছচাষ করেন।  বৃহস্পতিবার পাইকারের নিকট রেনুপোনা বিক্রি দেয়ার জন্য দিন ধার্য ছিল। ভোর রাতে পূর্বশক্রতা মূলক কেবা কারা পুকুরটিতে বিষ প্রয়োগ করলে বিপুল পবদা রেনুপোনা মাছ বিনষ্ট হয়। মৎস্যচাষী জিল্লুর রহমানের দাবী তার প্রায় আড়াই লক্ষাধিক টাকার পবদা মাছের রেনুপোনা বিনষ্ট করে ক্ষতিসাধন করা হয়েছে। এ ঘটনায় তিনি মামলা দায়ের করবেন বলে জানান।