বগুড়ার শেরপুরে ভিন্ন আবহে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

শেরপুর(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২০ ১২:২৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৫ বার।

বগুড়ার শেরপুর উপজেলায় এবার ভিন্ন আবহে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে উপজেলা প্রশাসনের উদোগে সীমিত পরিসরে নেয়া কর্মসূচির মাধ্যমে এই দিবসটি উদযাপন করা হয়। দিনটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৬মার্চ) উপজেলা পরিষদ চত্বরে স্বল্প লোকের উপস্থিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় জাতীয় সংগীত বাজানো হয়। এর আগে সূর্যদোয়ের সঙ্গে সঙ্গে থানা চত্বরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এছাড়া মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে শহীদ হওয়া মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে উপজেলার বিভিন্ন মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়। এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মজিবর রহমান মজনু। অন্যান্যদের মধ্যে শেরপুর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদ আলাম রানা, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির, পৌর আওয়ামীলীগের সভাপতি মকবুল হোসেন, আ.লীগ নেতা সুলতান মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন। কর্মসূচিতে উপজেলা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।