ধুনটে সামাজিক দুরত্ব নিয়ন্ত্রণে নানা উদ্যোগ

আমিনুল ইসলাম শ্রাবণ
প্রকাশ: ২৬ মার্চ ২০২০ ১২:৩৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৪৯ বার।

বগুড়ার ধুনট উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণের সামাজিক দুরত্ব নিয়ন্ত্রণে বিভিন্ন কর্মকান্ড চলমান রয়েছে। 

ধুনট উপজেলায় প্রশাসনের তথ্যমতে, ধুনট উপজেলায় ৩৮জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের বাড়িতে লাল নিশানা উড়ানো হয়েছে। অন্যদিকে করোনা ভাইরাস প্রতিরোধে সকল হাট বন্ধ করা হয়েছে। নিত্যপণ্যের দোকান ব্যতিত সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। জনসমাগম এড়াতে চায়ের দোকান ও রেস্টুরেন্টগুলোও বন্ধ রয়েছে। যার ফলে উপজেলার অধিকাংশ হাট-বাজার গুলো জনশুন্য হয়ে পড়েছে। সাধারণ মানুষকে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য প্রচারণা চালানো হচ্ছে।  

এদিকে জনসাধারণের সামাজিক দুরুত্ব তৈরী করতে বৃহস্পতিবার সকাল থেকে ধুনট উপজেলায় সেনা সদস্যদের টহল দিতে দেখা গেছে। থানা পুলিশের সদস্যরা উপজেলার বিভিন্ন বাজার গুলোতে সাধারণ মানুষের সামাজিক দুরুত্ব তৈরী করতে কাজ করেছেন। উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানা উপজেলার বিভিন্ন এলাকায় সচেতনতামুলক প্রচারণা ও দরিদ্র জনগোষ্ঠির বাসিন্দাদের মাঝে মাস্ক বিতরণ করেছেন। এদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকনের উদ্যোগে ধুনট বাজারের নিত্যপণ্যের দোকান গুলোতে সামাজিক দুরুত্ব বজায় রেখে কেনাকাটার জন্য রং করে ক্রেতার দাঁড়ানোর স্থান নির্ধারণ করা হয়েছে। এছাড়া তিনি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দরিদ্র মানুষের মাঝে মাস্ক, স্যানিটাইজার, সাবান বিতরণ করেছেন। অন্যদিকে ধুনট পৌরসভার উদ্যোগে শহরের প্রধান সড়কে জীবানুনাশক পানি ছেটানো হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় সামাজিক সংগঠন গুলোও করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করেছে।