চীন থেকে এলো কিট ও সুরক্ষা পোশাক

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২০ ১৩:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৪৯ বার।

চীন থেকে ২০ হাজার টেস্টিং কিট ও চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা পোশাক (পিপিই) বৃহস্পতিবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

বিমানবন্দরের উপপরিচালক এস এন ওয়াহিদুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে একটি বিশেষ ফ্লাইটে করোনাভাইরাস মোকাবিলার সামগ্রী ঢাকায় পৌঁছায়।

কার্গো উড়োজাহাজে ১০ হাজার টেস্টিং কিট ও ১০ হাজার পিপিই আছে বলে বিমানবন্দরের পরিচালক ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদুল আহসান নিশ্চিত করেন।

তিনি জানান, সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে মেডিকেল সরঞ্জামগুলো হস্তান্তর করা হয়েছে। খবর দেশ রুপান্তর