বগুড়ায় ২৪ঘন্টায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে ১২৯জন: মোট ৭৫৩

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ মার্চ ২০২০ ১৩:১১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৯ বার।

বগুড়ায় নতুন করে আরও ১২৯জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় ৮৫৬জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনে রাখার কথা জানিয়েছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান।  তবে এর মধ্যে ১০৩জনের হোম কোয়ারেন্টাইন শেষ হওয়ায় মোট ৭৫৩জন এখন হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছে। তবে এদের সবাই সুস্থ আছে বলেও জানিয়েছেন তিনি।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত জেলার ০৮টি উপজেলায় ১২৯জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এরমধ্যে সোনাতলা উপজেলায় ০৫ জনকে, শিবগঞ্জে ২১জনকে, আদমদিঘীতে ০৩জনকে, কাহালুতে ৪৬জনকে, নন্দীগ্রামে ০১জনকে, ধুনটে ০৩জনকে, সদরে ০১জনকে ও গাবতলীতে ৪৯জনকে  হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 
এর আগের দিন বুধবার বিকেল ৫টা পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে ৬৪২জনকে রাখা হয়। 
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয়। এরপর বগুড়ায় গত ১১ মার্চ থেকে ২৫ মার্চ বিকেল পর্যন্ত সৌদি আরব, সিঙ্গাপুর, মালোয়েশিয়া, ইটালী, দুবাই, কাতার, কুয়েত, আমেরিকা এবং প্রতিবেশী দেশ ভারত ফেরত ৭৫৩জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
ডাঃ মোস্তাফিজুর রহমান আরও জানান, বগুড়ায় ৮৫৬ জনের মধ্যে সারিয়াকান্দিতে ২২জন, সোনাতলায় ২৬জন, শিবগঞ্জে ১৮০, আদমদিঘীতে ৮৩জন, কাহালুতে ১০৯জন, নন্দীগ্রামে ৬৫জন, শেরপুরে ৩৫জন, ধুনটে ৩১জন, সদরে ৩২জন, গাবতলীতে ১১২জন, দুপচাচিয়ায় ১২৬জন এবং শাহজাহানপুরে ৩৫জন হোম কোয়ারেন্টাইনে ছিল।এদের মধ্যে মোট ১০৩ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে।