দোকানের সামনে ৩ ফুট দুরত্বে বৃত্ত এঁকে দিলেন মাগুরার নির্বাহী কর্মকর্তা

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২০ ১৫:৫২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৬ বার।

বিদেশ ফেরতদের বাড়ির সামনে লাল পতাকা টানিয়ে এর আগে এলাকাবাসীকে সর্তক করেছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান। এবার শহরের নিত্যপণ্য ও ওষুধের দোকানগুলোর সামনে ক্রেতাদের মাঝে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকাল থেকে এ বিষয়ে মানুষকে সচেতন করতে একাধিক টিমের মাধ্যমে মাইকিং করার পাশাপাশি দোকানের সামনে ক্রেতাদের দাঁড়ানোর জন্য নির্দিষ্ট দূরত্বে বক্স এঁকে দেওয়ার কাজ শুরু করেছেন তিনি। খবর সমকাল অনলাইন

বৃহস্পতিবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা গেছে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান মাগুরা মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান সড়কে সেনা সদস্য, পুলিশ, আনসার ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নিত্যপণ্য ও ওষুধের দোকানের সামনে মাইকিং কার্যক্রম পরিচালনার পাশাপাশি মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পশ্চিম পাশে সড়কে তিন ফুট অন্তর-অন্তর সাদা রং দিয়ে বক্স এঁকে দেওয়ার কাজও পরিচালনা করছেন। এর আগে তিনি শহরের সৈয়দ আতর আলী সড়কের বিভিন্ন স্থানে একইভাবে এই কার্যক্রম পরিচালনা করেন।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, সেনা সদস্য, পুলিশ, আনাসারসহ সম্মিলিত ফোর্স নিয়ে তিনি সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় দোকান-পাট বন্ধ ও জনসমাগম বিচ্ছিন্ন করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ করেছেন। পাশাপাশি শহরের ওষুধ, নিত্যপণ্যের দোকানে ব্যক্তিগত দূরত্ব বজায় রাখতে রং দিয়ে ৩ ফিট দূরত্বের চিহ্ন এঁকে দিচ্ছেন।

তিনি বলেন, মাগুরায় শুরু থেকেই সম্মিলিতভাবে করোনা প্রতিরোধে নানা ইতিবাচক কার্যক্রম গ্রহণ করা হয়, যা ধারাবাহিকভাবে চলমান রয়েছে। এ কারণে মাগুরা জেলা এখন পর্যন্ত করোনাভাইরাসের বিরুদ্ধে অনেকটা ভালো অবস্থায় রয়েছে।