কানাইঘাটে দোকান বন্ধ করতে বলায় পুলিশকে ধাওয়া

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২০ ১৭:১২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৯ বার।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলায় কানাইঘাটে হামলার শিকার হয়েছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১টার দিকে উপজেলার চতুল বাজার এলাকায় ব্যবসায়ী ও জনতা পুলিশকে ধাওয়া দেয়। চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে বাজারে উত্তেজনা বিরাজ করছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা জানান, এসআই পান্না লাল দাসের নেতৃত্বে কানাইঘাট থানা পুলিশের একটি টহলদল বাজারের দোকানপাট খোলা দেখে ব্যবসায়ীদের তা বন্ধ করতে বলেন। এক পর্যায়ে বাজারের ব্যবসায়ী ও জনতা মিলে তাদের ধাওয়া দিলে পুলিশ সদস্যরা কোনোমতে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে এতে পুলিশের কেউ আহত হননি।

কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান বলেন, এ ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী, ফার্মেসি, কাঁচাবাজার ও নিত্যপণ্যের দোকানপাট ছাড়া বাকি সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে। কেউ তা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সবাইকে বাসাবাড়িতে থাকতে হবে। খবর সমকাল অনলাইন