বগুড়ায় করোনার চিকিৎসা নিয়ে গুজব

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৭ মার্চ ২০২০ ০৯:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৩৫ বার।

করোনাভাইরাস থেকে রক্ষা পেতে ‘নবজাতকের  পরামর্শের’ গুজব সামাজিক যোগাযোগ ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে বগুড়া শহরসহ বিভিন্ন উপজেলায় এ গুজব ছড়িয়ে পড়তে শুরু করে।  
গুজবে বলা হয়, ‘জন্মের ৫ মিনিট পর এক শিশু বলেছে আদা, লং, গোলমরিচ ও কালোজিরা দিয়ে চা বানিয়ে খেলে মরণঘাতী করোনাভাইরাস হবে না। এ কথা বলার পরপরই শিশুটি মারা যায়।
’ এ গুজব ছড়িয়ে পড়ার পর বগুড়ার বিভিন্ন স্থানে হৈ চৈ  পড়ে যায়। গুজব যতই বাড়তে থাকে ততই এটাকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিতে থাকে। 
এই নিয়ে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, বিশ্বব্যাপী করোনাভাইরাসের আতংকের মধ্যে একটি চক্র দেশে একের পর এক গুজব ছড়িয়ে যাচ্ছে। সবাইকে এসব গুজব বিশ্বাস করা থেকে বিরত থাকাসহ করোনা প্রতিরোধে সবাইকে সচেতন হবে।