বাড়ি বাড়ি চাল পৌঁছে দিলেন ইউপি চেয়ারম্যান

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২০ ১২:২৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯০ বার।

করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে মাগুরা মহম্মদপুরের ইউপি চেয়ারম্যান দরিদ্রদের বাড়িতে বাড়িতে ভিজিডি কার্ডের চাল পৌঁছে দিয়েছেন। মহম্মদপুর উপজেলার বাবুখালি ইউনিয়নের চেয়ারম্যান মীর সাজ্জাদ হোসেন তার নিজ উদ্যোগে বৃহস্পতিবার ও শুক্রবার এ চাল পৌঁছে দেন।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, করোনাভাইরাস আতঙ্কের কারণে মানুষ যখন ঘরবন্দি তখন বাবুখালি ইউনিয়নের ২২৪ জন অসহায় দরিদ্র পরিবারের মাঝে দুই মাসের ৪৪৮ বস্তা চাল নিজ দায়িত্বে পৌঁছে দেন চেয়ারম্যান। খবর যুগান্তর অনলাইন
এছাড়া তিনি সচেতনতা বৃদ্ধির লক্ষে ৫ হাজার লিফলেট, ৫০০ সাবান, ১০০ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং বাবুখালি বাজারে বিভিন্ন স্থানে হাত পরিষ্কারের জন্য ৫টি ড্রামের ব্যবস্থা করেন।

অসহায় দরিদ্র নুরজাহান ও আফজাল বলেন, ইউনিয়ন পরিষদে থেকে চাল নিয়ে বাড়ি আসতে প্রায় ১৫০ থেকে ২০০ টাকা ব্যয় হতো, পার হয়ে যেত প্রায় একদিন। কিন্তু চেয়ারম্যান সবার বাড়িতে ভিজিডি কার্ডের চাল দিয়ে গেছেন।

তারা আরও বলেন, কয়েকদিন ধরে ঘর থেকে কাজের জন্য বাইরে যেতে পারছি না। ঘরে কোনো টাকা নেই, চালও নেই। চেয়ারম্যান এমন উদ্যোগ না নিতেন তাহলে না খেয়ে মরা ছাড়া কোনো উপায় ছিল না।

চেয়ারম্যান মীর মাজ্জাদ হোসেন বলেন, জীবনে ঝুঁকি নিয়েই অসহায় দরিদ্র পরিবারের মাঝে নিজ দায়িত্বে তাদের বাড়িতে বাড়িতে চাল পৌঁছে দিয়ে নিজের কাছে খুব ভালো লাগছে। ইউনিয়নবাসীর জন্য কিছু করার জন্য সব সময় চেষ্টা করি।