বগুড়ায় হোমকোয়ারেন্টাইনের সংখ্যা কমে এসেছে: ২৪ ঘন্টায় মাত্র ১জন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৭ মার্চ ২০২০ ১২:৪৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৬১ বার।

বগুড়ায় হোমকোয়ারেন্টাইনের সংখ্যা কমে এসেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় বিদেশফেরত হিসেবে জেলার শেরপুর উপজেলা এলাকায় মাত্র ১ ব্যক্তিকে হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যা হোমকোয়ারেন্টাইন কার্যক্রম শুরু হওয়ার পর সবচেয়ে কম। তবে এর আগের দিনই সবচেয়ে বেশি ১২৯জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়। হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় সর্বশেষ ২৪ ঘন্টায় ৬জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তাদের ২জন সোনাতলা উপজেলার বাসিন্দা এবং বাদবাকি ৪জনের বাড়ি নন্দীগ্রামে। 
জেলা স্বাস্থ্য দপ্তরের কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৪ মার্চ থেকে বগুড়ায় বিদেশফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন  রাখা শুরু হয়। তার পর থেকে ২৭ মার্চ পর্যন্ত ১৩ দিনে মোট ৮৫৭জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। তবে তাদের মধ্যে দেশে ফেরার মেয়াদ ১৪দিন অতিক্রান্ত হওয়ায় ১০৯জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ফলে বর্তমানে হোমকোয়ারেন্টাইনে রয়েছে ৭৪৮জন।
জেলা স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা বলছেন বিদেশফেরত লোকজনদের সিংহভাগই বৃহস্পতিবারের মধ্যেই নিজ নিজ এলাকায় ফিরে এসেছেন। নতুন করে আর কেউ না থাকায় হোমকোয়ারেন্টাইনের সংখ্যাটা হ্রাস পেয়েছে। তবে বগুড়ার সিভিল সার্জন ডা. গাওসুল আজিম চৌধুরী বলেন, ‘সংখ্যা কমলেও আমাদের কোয়ারেন্টাইনক কার্যক্রম অব্যাহত থাকবে।’ ঢাকা থেকে আগতদেরও হোমকোয়ারেন্টাইনে রাখা হবে-সরকারের এমন সিদ্ধান্ত অনুযায়ী রাজধানী থেকে বগুড়ায় আসা লোকজনদের হোমকোয়ারেন্টাইনে নেওয়া হবে কি’নাÑজানতে চাইলে তিনি বলেন, ‘আমরা মৌখিকভাবে শুনেছি। কিন্তু এখনও কোন নির্দেশনা পাইনি। পেলে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে।’