অপ্রাপ্ত বয়স্ক তরুণকে বিয়ে করায় পাত্রী গ্রেফতার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৮ ১২:৪৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৫ বার।

ভারতের মুম্বাইয়ে ১৭ বছর বয়সী এক তরুণকে বিয়ের অপরাধে ২০ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের কাছে ওই তরুণের মায়ের করা এক অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি পাঁচ মাসের মেয়েসহ তাকে গ্রেফতার করে কারাগারে নেওয়া হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

শিশু যৌন নির্যাতন আইনে অভিযুক্ত হওয়া পাত্রীর দাবি, উভয় পক্ষের সম্মতিতেই তারা বিয়ের পর্যায়ে পৌঁছেছেন। তার স্বামীকে অপ্রাপ্ত বয়স্ক বলা হচ্ছে- যা ঠিক নয়।

আইন অনুযায়ী দেশটিতে ছেলেদের বিয়ের বয়স ২১ আর মেয়েদের ১৮ বছর নির্ধারিত রয়েছে। সুতরাং বাল্য বিবাহের অভিযোগও আনা হয়েছে ওই নারীর বিরুদ্ধে।

সাধারণত ভারতে বিয়ের ক্ষেত্রে পাত্রের চেয়ে পাত্রীর বয়স কম দেখা যায়; এবং বাল্য বিয়ের ক্ষেত্রেও এমনটি ঘটে থাকে। তবে এবার যা ঘটেছে; তা অনেকটা বিরলই বলে বিবিসি বলছে।

গত বছরের ডিসেম্বরে অপ্রাপ্ত বয়স্ক ওই তরুণের মা মুম্বাই পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছিলেন। ওই অভিযোগে তিনি বলেন, অপহরণের পর জোর করে তার ছেলেকে বিয়ে করেছেন ওই নারী।

অভিযুক্ত ব্যক্তি নারী হওয়ায় দীর্ঘ সময় ধরে তদন্তের পরই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো বলে পুলিশ জানিয়েছে। ওই নারীর পক্ষ থেকে আদালতে জামিন আবেদন করা হয়েছে।