ঈশ্বরদীতে পুলিশের ভয়ে শ্বশুরবাড়ি থেকে সর্দি কাশি নিয়ে পালাল যুবক

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২০ ১৪:৪৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৮ বার।

সিলেট থেকে ঈশ্বরদীতে আসা যুবক পুলিশের ভয়ে শ্বশুরবাড়ি থেকে পালিয়েছে। তার সর্দি, কাশি, গলাব্যাথা ও জ্বর ছিল। বৃহস্পতিবার উপজেলার মুলাডুলির দুবলাচরা মধ্যপাড়া এলাকা থেকে তিনি পালিয়ে যান বলে জানা গেছে। খবর যুগান্তর অনলাইন

মুলাডুলির দুবলাচরা মধ্যপাড়া এলাকার মজিবার সরদারের জামাই আজমল হোসেন (৩৫) সিলেটে রাজমিস্ত্রির কাজ করতো। সেখান থেকে তিনি তার গ্রামের বাড়ী ঈশ্বরদীর বড়ইচরা বালুরঘাট আসেন। তার সর্দি, কাশি, গলাব্যাথা ও জ্বর ছিল।

কিন্তু আজমল কোয়ারেন্টিনে না থেকে সেখান থেকে বৃহস্পতিবার সকালে তার শ্বশুরবাড়ি মুলাডুলির দুবলাচরা মধ্যপাড়া এলাকার মজিবার সরদারের বাড়িতে অবস্থান নেন।

অসুস্থতা দেখে তার শাশুড়ি গ্রামের কমিউনিটি হাসপাতালের স্বাস্থ্য সহকারী জালাল উদ্দিনকে কাশি গলাব্যাথা জ্বর ও শ্বাস কষ্টের বিবরণ দিয়ে ওষুধ চান। স্বাস্থ্য সহকারী এলাকার মেম্বর জাহিদ হোসেনকে বললে তিনি ঈশ্বরদী থানায় ফোন দেন। পুলিশ বিকাল সাড়ে ৫টার দিকে সেখানে আসলে আজমল পালিয়ে যান।

পরে এলাকার লোকজন মাইকিং করে মজিবার সরদারের বাড়ি লকডাউন করে দেয়। এ ব্যাপারে এলাকায় মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে।

মুলাডুলি ইউনিয়নের চেয়ারম্যান সেলিম মালিথা জানান, আজমলকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে। প্রশাসনকে আমরা জানিয়েছি।