দুস্থ শিল্পীদের বাড়ি বাড়ি প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দিলেন অনন্ত জলিল

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২০ ১৭:০৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৩ বার।

দুস্থদের সেবা ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে অনন্ত জলিল বরাবরই দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন। করোনা মোকাবিলায় তিনি এর আগেও সাহায্য সহযোগিতা করেছেন। এবার করোনার কারণে বেকার হয়ে পড়া শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির মাধ্যমে ২২০ জন বেকার শিল্পীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অনন্ত জলিল। শুক্রবার তিনি তাদের কাছে সহায়তা সামগ্রী হিসেবে হ্যান্ড স্যানিটাইজার, মাস্কসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দিয়েছেন। খবর দেশ রুপান্তর

অনন্ত জলিল বলেন, ‘আমাদের দুস্থ শিল্পীদের সহায়তার জন্য আমার পক্ষ থেকে সাধ্যমতো সাহায্য করেছি। আমার এ কাজে সাহায্য করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান। ইচ্ছে ছিল অনুষ্ঠান করে তাদের কাছে পাঠানোর। কিন্তু লকডাউনের কারণে সেটা পারিনি। তাই গাড়ি পাঠিয়ে দিয়ে বাড়ি বাড়ি গিয়ে সহায়তা সামগ্রী পৌঁছে দিয়েছি।’

অনন্ত আরও জানান, ২৬ মার্চ এফডিসিতে সবার মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করতে চেয়েছিলেন। কিন্তু লকডাউনের কারণে পারেননি।