করোনা তহবিল:

ভারতীয় তারকাদের অর্থ সহায়তা

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২০ ০৭:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৩ বার।

করোনাজনিত লকডাউনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এগিয়ে এসেছেন ভারতীয় অনেক তারকা।

আনন্দবাজার পত্রিকা জানায়, এ ব্যাপারে প্রথম উদ্যোগ নেন রজনীকান্ত। দিন প্রতি হিসেবে যারা রোজগার করেন তাদের জন্য ৫০ লাখ রুপি দিয়েছিলেন।

বলিউড তারকা হৃতিক রোশন টুইট করে জানিয়েছেন, বোম্বের মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে সব কর্মীরা কাজ করছেন তাদের জন্য মাস্কের বন্দোবস্ত করবেন। ২০ লাখ রুপিও দান করেছেন তিনি। কপিল শর্মা ৫০ লাখ রুপি দিয়েছেন প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে।

এ দিকে শুক্রবার তামিল তারকা প্রভাস দান করেন ৪ কোটি রুপি। ৩ কোটি দিয়েছেন প্রধানমন্ত্রীর তহবিলে। বাকি টাকা অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানা সরকারের সাহায্যে।

দক্ষিণী তারকা মহেশ বাবুও অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানা সরকারকে করোনাভাইরাসের মোকাবিলা করার জন্য ১ কোটি রুপি সাহায্য করেছেন।

আরেক দক্ষিণী তারকা পবন কল্যাণ প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে ১ কোটি রুপি দান করেছেন। পাশাপাশি অন্ধ্র এবং তেলঙ্গানার সরকারকেও ৫০ লাখ রুপি করে অর্থ সাহায্য করেছেন। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রাম চরণও। ৭০ লাখ টাকা দান করেছেন তিনি।

দৈনিক হিসেবে কাজ করা কর্মীদের জন্য এগিয়ে এসেছেন বলিউডের অন্যান্য শিল্পীরাও। তাদের মাঝে আছেন করণ জোহর, আয়ুষ্মান খুরানা, তাপসী পান্নু, সোনম কপূর, ভূমি পেডনেকর, কার্তিক আরিয়ান প্রমুখ।