বগুড়ায় মন্দিরে মূর্তি ভাংচুর

আদমদিঘী(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২০ ০৮:২৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫০৪ বার।

বগুড়ার আদমদীঘির সান্তাহারে মন্দিরের চার মূর্তির মাথা ভাংচুর করেছে দৃর্বত্তরা। গত শুক্রবার দিবাগত রাতে সান্তাহার হাউজিং কলোনীর এস্টেট সার্বজনীন দুর্গা মন্দিরে রাখা লক্ষী, কালি, শিব ও সরস্বতী মূতির মাথা ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায়  শনিবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনাটি এলাকায় তোলপাড়ের সৃষ্টি করেছে।


সান্তাহার হাউজিং এস্টেট সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি চঞ্চল কুমার কুন্ডু জানায়, গত শুক্রবার মন্দিরে প্রতিদিনের মতো পূজাপাবন করার পর রাতে বন্ধ করা হয়। গভীর রাতে কেবা কারা মন্দিরের গেট খুলে লক্ষী, শিব, কালি ও সরস্বতী প্রতিমার মাথা ভেঙ্গে দিয়ে যায়। পরে প্রতিমা গুলো বিসর্জন দেয়া হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান বিষয়টি তদন্ত করে প্রতিমা ভাংচুরের সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।