বগুড়ায় ২৪ ঘন্টায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে ৫৬জন: মোট ৭৫২

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৮ মার্চ ২০২০ ১২:০০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৩ বার।

বগুড়ায় নতুন করে আরও ৫৬জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় ৯১৩জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনে রাখার কথা জানিয়েছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান।  তবে এর মধ্যে ১৬১জনের হোম কোয়ারেন্টাইন শেষ হওয়ায় মোট ৭৫২জন এখন হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছে। তবে এদের সবাই সুস্থ আছে বলেও জানিয়েছেন তিনি।
তিনি জানান, শনিবার বিকেল ৫টা পর্যন্ত জেলার ০৬টি উপজেলায় ৫৬জনকে নতুন করে  হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এরমধ্যে গাবতলী উপজেলায় ২২জনকে, দুপচাচিয়ায় ১৩জনকে, আদমদিঘীতে ০২জনকে, কাহালুতে ০৪জনকে, শেরপুরে ০৯জনকে এবং ধুনটে ০৬জনকে   হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 
এর আগের দিন শুক্রবার  ২৪ঘন্টায় মাত্র একজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয়। এরপর বগুড়ায় গত ১১ মার্চ থেকে ২৮ মার্চ বিকেল পর্যন্ত সৌদি আরব, সিঙ্গাপুর, মালোয়েশিয়া, ইটালী, দুবাই, কাতার, কুয়েত, আমেরিকা এবং প্রতিবেশী দেশ ভারত ফেরত ৭৫২জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।