বগুড়ার আদমদিঘীতে সরকারি নির্দেশ অমান্য করায় তিনজনের জরিমানা

আদমদিঘী(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২০ ১২:২২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩৫ বার।

সরকারি নির্দেশ অমান্য করে রাস্তায় চলাফেরা ও পেয়াজ মজুদ করার দায়ে দুই মোটরসাইকেল আরোহী ও এক পেয়াজ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার বেলা ১১টায় সান্তাহার পৌর এলাকায় আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ। এসময় সেনাবাহিনীর ক্যাপ্টেন সাজ্জাদ, উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, করোনাভাইরাস প্রতিরোধে গতকাল শুক্রবার আদমদীঘি ও সান্তাহার পৌর এলাকায় প্রশাসন, সেনাবাহিনী ও আইনশৃংখলা বাহিনী মাঠে টহল দেয়ার সময় বিনা কারনে মোটরসাইকেল যোগে ঘোরাফেরা করার সময় সুমির মুখার্জি ও মিঠু নামের দুইজন আরোহিকে এক হাজার টাকা ও পেয়াজ মজুদ রাখার দায়ে সজল নামের ব্যবসায়ী দুইশত টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত সর্বস্তরের জনতাকে করোনাভাইরাস প্রতিরোধ সরকারি নির্দেশ মেনে চলার আহবান জানো হয়।