বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার রহস্যজনক মৃত্যু

শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২০ ১২:২৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬২ বার।

বগুড়া শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম পূর্বপাড়া এলাকায় পুলিশের ভয়ে পালিয়ে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতার রহস্য জনক মৃত্যু হয়েছে।  শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসা ফোনে পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন। নিহত ব্যক্তি ওই এলাকার আব্দুল মজিদের ছেলে বনানী বন্দর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুর আলম(৩০)। নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি। 
স্থানীয় রাস্তাকে কেন্দ্র বিবাদের জের ধরে নুর আলমকে কৌশলে হত্যা করা হয়ে থাকতে পারে বলে নিহতের পরিবারের লোকজন আশংকা করছেন। অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করছে থানা পুলিশ।
নিহতের পিতা আব্দুল মজিদ জানান, স্থানীয় পল্লী চিকিৎসক বাবলু, তার ভাই মাসুদদের সাথে রাস্তা সংক্রান্ত বিবাদে জড়িয়ে পড়েছেলো নুর আলম। সেই ঘটনায় গত বুধবার নুর আলম সহ ৬জনকে আসামী করে চাঁদা বাজির অভিযোগ এনে তারা মামলাও করে। মামলার পর থেকে থানা  পুলিশ দিনে রাতে তাদের বাড়িতে এসে গালি সহ হুমকী দিতে থাকে। পুলিশের ভয়ে নুর আলম বগুড়া লতিফপুর এলাকায় পালিয়ে ছিলো। 
শনিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার কাছে ফোন আসে। তিনি হাসপাতালে গিয়ে ছেলের লাশ দেখতে পান। কে কোত্থেকে কিভাবে তার সন্তানকে হত্যা করে লাশ মেডিকেলে এনেছে তা তিনি জানেন না। তবে রাস্তা সংক্রান্ত বিরোধে যারা নুর আলমের নামে মিথ্যা অভিযোগে মামলা করেছে তারাই এই হত্যায় জড়িত থাকতে পারে বলে আশংকা করেছেন।
শাজাহানপুর থানার পরিদর্শক(সার্বিক) আজিম উদ্দীন জানান, অতিরিক্ত মদ্যপানে নুর আলমের মৃত্যু হয়েছে বলে তিনি শুনেছেন। লাশ ময়না তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারবেন। এই ঘটনায় কাউকে গ্রেফতার করেন নাই।