সিলেটে রাস্তায় অজ্ঞান হয়ে পড়া বিদেশির শরীরে করোনার উপসর্গ নেই

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২০ ১০:১৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৭ বার।

সিলেটে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যাওয়া ফিনল্যান্ডের নাগরিক আর্কের (৪৫) শরীরে করোনাভাইরাসের উপসর্গ নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। রবিবার তাকে নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টাইনে থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। খবর দেশ রুপান্তর 

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, বর্তমানে তার শারীরিক অবস্থা অনেক ভালো।

তিনি বলেন, তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসকরা করোনাভাইরাসের কোনো উপসর্গ পাননি। ফলে তাকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর নয়াসড়ক পয়েন্টে আর্ক অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান। তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে শহীদ শামসুদ্দিন হাসপাতালে নিয়ে যায়।

সিলেট কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া জানান, ফিনল্যান্ডের ওই নাগরিক বেশ কিছুদিন সিলেটের একটি আবাসিক হোটেলে ছিলেন। পরে তিনি নগরীর হাওয়াপাড়ার সেন্ট্রাল হাসপাতালে (বেসরকারি ক্লিনিক) ভর্তি হন। বিকেলে ওই হাসপাতাল থেকে বের হয়ে রিকশাযোগে যাওয়ার পথে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পুলিশ তাকে শামসুদ্দিন হাসপাতালের কোয়ারেন্টাইনে প্রেরণ করে।