যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত শিশুর মৃত্যু

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২০ ১০:৩৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৮ বার।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যে এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার রাজ্য কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর এ ঘটনাকে অত্যন্ত 'বিরল' বলে উল্লেখ করেছেন বিজ্ঞানীরা। খবর এএফপির

যুক্তাষ্ট্রের জনস্বাস্থ্য বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, ইলিনয়ের শিকাগোতে এক বছরের কম বয়সী এক শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। এত কম বয়সী শিশুর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা অত্যন্ত বিরল। তবে শিশুটির মৃত্যুর কারণ নিয়ে আরও বিস্তারিত তদন্ত চলছে।

এর আগে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ফ্রান্সের প্যারিসে ১৬ বছরের এক কিশোরীরর মৃত্যু হয়েছিল। তখন জেরেমো সালোমন নামে ফ্রান্সের এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছিলেন, ২০ বছরের কম বয়সীদের করোভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার খুবই কম। মূলত বয়স্ক ও জটিল রোগে আক্রান্তরাই করোনাভাইারাসে ভুগছেন ও মারা যাচ্ছেন।

তবে গত সপ্তাহেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক কিশোরের মৃত্যু হয়। বিশেষজ্ঞরা মনে করেন, শিশু, কিশোর, তরুণদের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনার পেছনে নিশ্চই জটিল কিছু কারণ রয়েছে। যা বিস্তারিত গবেষণা ও ব্যাখ্যার দাবি রাখে।