জ্যাক মা এবার পাঠালেন ৩ লাখ বিশেষ মাস্ক

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২০ ১১:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৬ বার।

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশে চিকিৎসাসেবায় নিয়োজিতদের সুরক্ষায় চীনের জ্যাক মা তিন লাখ মাস্ক পাঠিয়েছেন। রোববার দুপুরের পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব মাস্ক পৌঁছায়। স্বাস্থ্য অধিদপ্তরকে মাস্কগুলো হস্তান্তর করবেন চীনা দূতাবাসের কর্মকর্তারা। খবর দেশ রুপান্তর  

চীনের জ্যাক মা ফাউন্ডেশন ও আলিবাবা ফাউন্ডেশন এসব মাস্ক অনুদান হিসেবে বাংলাদেশকে দিয়েছে। ঢাকার চীনা দূতাবাস জানিয়েছে, উচ্চ মানসম্পন্ন এসব মাস্ক হাসপাতালে ব্যবহার করার জন্য ব্যবহৃত হবে। চীনে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকেরা এ ধরনের মাস্ক ব্যবহার করেছেন।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে চীন কোভিড-১৯ রোগ শনাক্তের কিট, ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (পিপিই), মাস্ক, থার্মোমিটারসহ নানা সহায়তা বাংলাদেশকে দিয়ে আসছে। এর কিছু চীনা সরকারের পক্ষ থেকে, কিছু আলিবাবা ফাউন্ডেশন ও জ্যাক মা ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুদান হিসেবে পাওয়া গেছে।

জ্যাক মা ও আলিবাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে শুক্রবার করোনাভাইরাস পরীক্ষার জন্য ৩০ হাজার কিট বাংলাদেশে আসে। আগের দিন বৃহস্পতিবার বিকেলে চীন সরকারের পক্ষ থেকে করোনাভাইরাস শনাক্তের জন্য ১০ হাজার কিট, ১০ হাজার পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) ও ১ হাজার থার্মোমিটার ঢাকায় আসে।