করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজশাহীতে বিএনসিসি’র তৎপরতা

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ৩০ মার্চ ২০২০ ১২:২২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৮২ বার।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজশাহী মহানগরীর ৭টি স্থানে হাত ধোয়ার জন্য বেসিন ও সাবান সরবরাহ করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সদস্যরা। বিএনসিসি’র মহাস্থান রেজিমেন্টের পক্ষ থেকে গত ২৬ মার্চ অভাবী লোকদের মাঝে খাদ্যসামগ্রীও বিতরণ করা হয়।

বিএনসিসির ৩৩ ব্যাটালিয়নের অ্যাডজুটেন্ট মেজর মোবাশ্বের জানান, তারা জাহাজঘাট খোজাপীর, সাহেব বাজার, শালবাগান মোড়, কাদিরগঞ্জ, চৌদ্দ পাই মোড়, ছোট বনগ্রাম মোড় এবং শাহ্ মখদুম থানা মোড়ে সামগ্রীগুলো বিতরণ করেছেন।তিনি জানান, তাদের এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।