বিদেশ ফেরতদের ফোন করে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করছে সেনাবাহিনী

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২০ ১৮:২২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৮ বার।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিদেশ ফেরতদের ঘর থেকে বের না হতে ফোন করে অনুরোধ করছে সেনাবাহিনীর সদস্যরা। কোথাও কোথাও সরাসরি বিদেশ ফেরতদের বাড়িতে গিয়েও খোঁজ নিচ্ছেন তারা।

বিদেশ ফেরতদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে সিভিল প্রশাসনের সাথে কাজ করছে সেনাবাহিনী। জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিদেশ ফেরতদের ফোন করা হচ্ছে।

এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে বিস্কুটসহ শুকনা খাবার বিতরণও করা হচ্ছে। মানুষ যেন নিরাপদ দূরত্বে থাকে, তার জন্য জনসচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গত ২৪ মার্চ করোনাভাইরাস প্রতিরোধে সিভিল প্রশাসনকে সহযোগিতার জন্য মাঠে নামে সশস্ত্রবাহিনী। ওই দিনই সারা দেশের বিভাগীয় কমিশনার ও জেলা পর্যায়ে ডিসিদের সঙ্গে সমন্বয় সভা করেন সেনা কর্মকর্তারা। পরদিন ২৫ মার্চ থেকে সারা দেশে কাজ শুরু করে সশস্ত্রবাহিনীর সদস্যরা।

এরপর থেকে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে ও করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম শুরু করে। নিরাপদ দূরত্ব বজায় রাখতে এবং মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে মাইকিং করার পাশাপাশি বিভিন্ন প্রচারণা চালানো হয়। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় গরিব, দুস্থ ও অসহায় মানুষদের মাঝে জীবাণুনাশক সাবান ও মাস্ক, চাল, ডাল, আলুসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। দেশের সার্বিক পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত সশস্ত্রবাহিনীর এই কার্যক্রম চলমান থাকবে। খবর দেশ রুপান্তর