বগুড়ার ধুনটে পিপিই পেলেন চিকিৎসকরা

আমিনুল ইসলাম শ্রাবণ
প্রকাশ: ৩১ মার্চ ২০২০ ১০:১৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৭৭ বার।

রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের মাঝে ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (পিপিই) বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহি কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ৫০টি পিপিই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার হাতে তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হাছিব, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, বগুড়া সরকারি আযিযুল হক কলেজের প্রভাষক মতিয়ার রহমান সাজু, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ আসিফ ইকবাল সনি, ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. একেএম মাহফুজুল হাসান ও ডা. নাজনীল।