বগুড়ায় অনাহারী মানুষের হাতে খাদ্য সামগ্রি তুলে দিলেন আসাদুর রহমান দুলু

শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২০ ১০:৩০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯১ বার।

বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া প্রাণঘাতি নভেল করোনা ভাইরাস (কোভিট-১৯)’র সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক সারাদেশ লক ডাউন ঘোষণা করায় বগুড়ার শাজাহানপুরে নিম্ন আয়ের মানুষ গুলো কর্মহীন হয়ে পড়েছে। তাদের অনেকের ঘরে এখন খাবার নাই। এসব পরিবারের সদস্যদের দিন কাটছে অর্ধাহারে অনাহারে। বিশেষ করে ভিক্ষুক, দিনমজুর, রিক্সা, ভ্যান ও অটো চালক, দোকান ও হোটেল কর্মচারী, কুলি শ্রমিক, ফেরিওয়ালা, বাসা বাড়ির বুয়াদের জীবন যাত্রায় নেমে এসেছে ঘোর অন্ধকার।  
এসব মানুষ যাতে অনাহারে না থাকেন সে জন্য খাদ্য সামগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়াতে স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতা-কর্মি এবং সমাজের দানশীল ব্যক্তিবর্গের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে  মঙ্গলবার সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার ডেমাজানী, নারচী, ফুলকোট, মারিয়া, কুন্দইশ গ্রামে গিয়ে ২ শতাধিক অনাহারী মানুষের হাতে খাদ্য সামগ্রি (চাল, ডাল, আলু, পিয়াজ, মরিচ, লবন, তেল, সাবান) তুলে দিয়েছেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান দুলুু। খাদ্য সামগ্রি বিতরণকালে তিনি করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বাইরে ঘোরফেরা না করে নিজ নিজ বাড়িতে থাকা, সাবান দিয়ে হাত ধোয়া, জীবানু নাশক স্প্রে করা, মাস্ক ব্যবহার করা, সর্দি-কাশি থাকলে মসজিদে না যাওয়া, আতংকিত না হয়ে সচেতন হতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। গ্রাম থেকে শহরে ফেরার পথে ডেমাজানী বন্দর, আড়িয়া বাজার এবং বি-ব্লক এলাকায় রাস্তায় কর্মহীন অবস্থায় থাকা রিক্সা, ভ্যান ও অটো চালকদের হাতেও তিনি খাদ্য সামগ্রি তুলে দেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ইউপি সদস্য আব্দুর রশিদ টুকু, সমাজ সেবক আতাউর রহমান জোয়ারদার, সৈয়দ রেজভী আহম্মেদ ফারুক, ছাত্রলীগ নেতা আব্দুর রউফ, মিন্টু মিয়া, রুবেল, জীবন, মিজু প্রমুখ।