করোনার বিস্তার রোধে ছুটি বাড়ছে ১১ই এপ্রিল পর্যন্ত

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২০ ১১:০৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২২ বার।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ ছুটির মেয়াদ ১১ই এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় চলমান সাধারণ ছুটির মেয়ার আরও বাড়ানো হয়েছে। আগামী ৫ই এপ্রিল থেকে ৯ই এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। তবে, ১০ এবং ১১ই এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ১১ই এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি থাকছে।

আজ মঙ্গলবার সকালে, দেশের ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময়, সাধারণ ছুটির মেয়াদ বাড়ানোর কথা জনানা। তবে, সাধারণ ছুটির মেয়াদ বৃদ্ধি করার বিষয়টি দু'একদিনের মধ্যেই প্রজ্ঞাপন আকারে জারি করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।