সাব্বির আহবায়ক মৃদুল যুগ্ম আহবায়ক

করোনার সংক্রমণ ঠেকাতে মাঠে নেমেছে ‘আমরাই বদলগাছী’

প্রেসবিজ্ঞপ্তি
প্রকাশ: ৩১ মার্চ ২০২০ ১১:১১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৩৯ বার।

প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিজ এলাকার জনগণকে রক্ষায় এগিয়ে এসেছেন নওগাঁর বদলগাছি উপজেলার একদল যুবক। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বদলগাছীতে জন্ম নেওয়া এসব শিক্ষার্থী তাদের স্বেচ্ছা কার্যক্রমকে আরও কার্যকর এবং দ্রুত সম্প্রসারণের জন্য গত ২৮ মার্চ ‘আমরাই বদলগাছী’ নামে স্বেচ্ছাসেবী একটি সংগঠনেরও জন্ম দিয়েছেন। 
মীর সাব্বির আহম্মেদ চৌধুরীকে আহবায়ক এবং মুন্নাফ রায়হান মৃদুলকে যুগ্ম আহবায়ক করে নবগঠিত ওই সংগঠনর অন্য সদস্যরা হলেনঃ পারভেজ পিয়াস, হাদিউজ্জামান কাফি, নওশের আলম নিশান, আরমান মোস্তাক তুহিন ও জারজিস আলম চৌধুরী।
মীর সাব্বির আহম্মেদ চৌধুরী জানান, কমিটি গঠনের দিনেই তারা বদলগছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সদের জন্য ৫ সেট পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) ও ১০০ পিস সার্জিক্যাল মাস্ক প্রদান করেছেন। বদলগাছী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিজ ফারহানা তাদের দেওয়া ওই সামগ্রীগুলো গ্রহণ করেন। এর আগে নবগঠিত ওই সংগঠনের সদস্যদের পক্ষ থেকে ৬০০ পিস হ্যান্ড গ্লাভসও প্রদান করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আমরাই বগছলগাছী’ নামে ওই সংগঠনের সাংগঠনিক কাঠামো চুড়ান্ত হওয়ার আগে থেকেই এর উদ্যোক্তারা বদলগাছীতে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নানামুখি পদক্ষেপ গ্রহণ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- বদলগাছীবাসী যাতে ঘরে বসেই টেলিফোনে ২৪ ঘন্টা চিকিৎসা সেবা পেতে পারেন সেজন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ হাসপাতালের ৩জন চিকিৎসকের সমন্বয়ে কল সেন্টার স্থাপন, চৌরাস্তা মোড় থেকে ব্রিজের মোড় পর্যন্ত এলাকাটিকে জীবাণুমুক্ত করতে ব্লিচিং পাউডার ছিটানো, মহল্লাগুলোতে সতেচনতামূলক মাইকিং এবং মসজিদের ইমামদের বয়ানের মাধ্যমে মুসল্লীদের বিশেষভাবে সতেচন করানোর উদ্যোগ গ্রহণ। 
‘আমরাই বদলগাছী’র  আহবায়ক মীর সাব্বির আহম্মেদ চৌধুরী সংগঠনটি গঠনের যৌক্তিকতা ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘আমরা আগেও বিক্ষিপ্তভাবে কাজ করেছি। তবে এভাবে কাজ করতে গিয়ে আমাদের মনে হয়েছে করোনাভাইরাসের মত শক্তিশালী একটি ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের বিক্ষিপ্ত হয়ে থাকলে চলবে না বরং সংগঠিত হওয়া প্রয়োজন। যার মাধ্যমে আমরা আরও বেশি মানুষকে তাদের চাহিদা অনুযায়ী দ্রুত সেবা দিতে পারি। আমরা এখন আমাদের কাজের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা নিয়েছি।’