বগুড়ায় ২৪ ঘন্টায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে ৮জন: মোট ৬৮৬

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩১ মার্চ ২০২০ ১২:০৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৩ বার।

বগুড়ায় নতুন করে আরও ০৮জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় ৯৭৩জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনে রাখার কথা জানিয়েছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান।  তবে এর মধ্যে ২৮৭জনের হোম কোয়ারেন্টাইন শেষ হওয়ায় মোট ৬৮৬জন এখন হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছে। তবে এদের সবাই সুস্থ আছে বলেও জানিয়েছেন তিনি।
তিনি জানান,  মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত জেলার ০৩টি উপজেলায় ০৮জনকে নতুন করে  হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এরমধ্যে  সোনাতলাতে ০২জনকে, কাহালুতে ০৪জনকে এবং শেরপুরে ০২জনকে  হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 
এর আগের দিন সোমবার  ২৪ঘন্টায় ৩২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয়। এরপর বগুড়ায় গত ১১ মার্চ থেকে ৩১মার্চ বিকেল পর্যন্ত সৌদি আরব, সিঙ্গাপুর, মালোয়েশিয়া, ইটালী, দুবাই, কাতার, কুয়েত, আমেরিকা এবং প্রতিবেশী দেশ ভারত ফেরত ৬৮৬জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।