কর্মহীন মানুষদের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিচ্ছে সরকার - এমপি হাবিব

আমিনুল ইসলাম শ্রাবণ
প্রকাশ: ৩১ মার্চ ২০২০ ১২:৫০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৩৮ বার।

বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, করোনাভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া মানুষদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে সরকার। দেশের পরিস্থিতি যত খারাপই হোক একটি মানুষও না খেয়ে থাকবে না। বর্তমান আওয়ামী লীগ সরকার প্রাকৃতিক দুর্যোগের কারনে সৃষ্ট অসহায় পরিস্থিতিতে অতিতেও জনগনের পাশে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। 

মঙ্গলবার বিকেল ৫টায় ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের জালশুকা গ্রামে বাবু পার্ক সিটি চত্বরে নিম্নআয়ের অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় করোনাভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া ১৫০টি পরিবারের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে চাল, ডাল, লবন, তেল, আলু, পেঁয়াজ ও সাবান বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি, যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল, চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টু, আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম চাঁন, সিরাজুল হক লিটন, জাহিদ হাসান বিপ্লব, ধুনট উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, রেজাউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক শাহীন আলম, ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, চৌকিবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আজিজ মিল্টন, সাধারণ সম্পাদক আব্দুস সবুর, চৌকিবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম ও চৌকিবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সম্রাট হোসেন প্রমুখ।