পদ্মা সেতুর সর্বশেষ পিয়ারের কাজ শেষ হচ্ছে রাতে

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২০ ১৪:১৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৩ বার।

পদ্মা সেতুর নদীর অংশে ৪২টি পিয়ার (খুঁটি) থাকবে। মঙ্গলবার সর্বশেষ পিয়ারের নির্মাণকাজ শেষ হচ্ছে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুর। পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের এ কথা জানান। খবর দেশ রুপান্তর

তিনি বলেন, রাত ১০টার দিকে কংক্রিটিংয়ের কাজ শেষ হবে। এর মধ্য দিয়ে সব পিয়ারের কাজ সম্পন্ন হবে। এখন থেকে স্প্যান, রোডওয়ে স্ল্যাব, রেলওয়ে স্ল্যাব বসানোসহ আনুষঙ্গিক কাজ চলবে।

জানা গেছে, এপ্রিলে আরও দুটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে এপ্রিলের মাঝামাঝি ২০ ও ২১ নম্বর পিয়ারের ওপর একটি স্প্যান এবং এর সপ্তাহখানেক পর এপ্রিলের তৃতীয় সপ্তাহে ১৯ ও ২০ নম্বর পিয়ারের ওপর আরও একটি স্প্যান বসানো হতে পারে।

এপ্রিল মাসে দুটি স্প্যান বসানোর পর পদ্মা সেতুর প্রায় সাড়ে চার কিলোমিটার দৃশ্যমান হতে পারে।

এখন পর্যন্ত ৪১টি স্প্যানের মধ্যে ৩৯টি চীন থেকে বাংলাদেশে চলে এসেছে। এর মধ্যে ২৭টি স্প্যান বসানোর পর সেতুর ৪,০৫০ মিটার সেতু এখন দৃশ্যমান।

বাকি দুটি স্প্যান ২০ এপ্রিল চীন থেকে সমুদ্রপথে রওনা হবে। মে মাসের মাঝামাঝি দেশে আসবে।

অবশ্য করোনাভাইরাসের প্রভাব পদ্মা সেতুর কাজের ওপর পড়েছে। এই ভাইরাসের আতঙ্কের কারণে ছুটি নিয়ে বাড়ি চলে গেছে দেশীয় শ্রমিকদের ৭০ শতাংশ।