করোনা দুর্যোগ

বগুড়ায় কর্মহীনদের বাড়িতে ২য় দফায় খাবার পৌছে দিলেন পরিমল প্রসাদ রাজ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩১ মার্চ ২০২০ ১৪:১৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩০৯ বার।

করোনা ভাইরাস মোকাবিলায় গৃহবন্দী কর্মহীন ও দুঃস্থ মানুষদের বাড়িতে খাবার সামগ্রী পৌছে দিচ্ছেন  রাজাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক পরিমল প্রসাদ রাজ। মঙ্গলবার সারাদিন বগুড়ার চকসূত্রাপর, মালতীনগর, নাওয়াপাড়া, চকফরিদ ও ফুলদিঘী  এলাকায় ঘুরে ঘুরে দিনমজুর কর্মহীনদের হাতে হাতে খাদ্য-সামগ্রী পৌঁছে দিয়েছেন মানবিক এই ব্যবসায়ী নেতা। খাদ্য সামগ্রীস্বরুপ ৫ কেজি চাল, হাফ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ এবং সয়াবিন তেল ১ লিটার করে তুুুলে দেন তিনি।
করোনাভাইরাস প্রতিরোধে দেশের এই ক্রান্তিকালে সরকারের পাশাপাশি সমাজের সকলকে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান  জানিয়ে ম পরিমল প্রসাদ রাজ বলেন, আমাদের সমাজের অগণিত মানুষ আছে যাদের এখনো বাড়ি থেকে বের হয়ে কর্ম না করলে পরিবারের কারো মুখে দু-মুঠো ভাত উঠবে না কিন্তু জীবন বাঁচাতে সরকারি নির্দেশনা মেনে সেই খেটে খাওয়া দিনমজুরেরা আজ নিজ বাড়িতে অবস্থান করছে। ভিড় এড়িয়ে ঘরে ঘরে গিয়ে তার এই খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার কার্যক্রম চলমান থাকবেও বলে জানান তিনি।