ঠিক ১০০ বছর আগে একইরকম অতিমারির শিকার হয়েছিল বিশ্ব

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০ ১২:৩৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৪ বার।

আজ থেকে ঠিক শত বৎসর আগের কথা। দুনিয়া জুড়ে আজকের মতই এক ভীতিকর অবস্থা সৃষ্টি হয়েছিল। প্রতিদিন পৃথিবীর নানা প্রান্ত থেকে উঠে আসছিল একটার পর একটা মৃত্যুর খবর।
আজ যেন ঠিক সেই দিনগুলোরই মুখোমুখি দাঁড়িয়ে আমরা। সেই একইরকম আর্তনাদ। আজকের হাহাকারের কারন করোনাভাইরাস (কোভিড-১৯) আর ১০২ বছর আগে ওই পরিস্থিতির জন্য দায়ী ছিল স্প্যানিস ফ্লু।
১৯১৮ তে শুরু হয়েছিল স্প্যানিস ফ্লু’র প্রকোপ। চলেছিল ২ বছর। সংক্রমিত হয়েছিল প্রায় ৫০ কোটি মানুষ। মৃত্যু হয়েছিল ৫ কোটি মানুষের। এখনও পর্যন্ত ইতিহাসে এটাই সবচেয়ে ভয়াবহ মহামারীর ঘটনা।
রোগের নাম স্প্যানিস ফ্ল হলেও এর প্রাদুর্ভাব কিন্ত স্পেনে ঘটেনি। ঘটেছিল আমেরিকায়। তারপর এটি ছড়িয়ে পড়েছিল পৃথিবীর বিভিন্ন প্রান্তে, ঠিক আজকের মত।
স্পেনের সংবাদমাধ্যম ছিল অত্যন্ত সক্রিয় এবং স্পেন থেকেই প্রথম এই রোগের কথা সারা পৃথিবী জানতে পেরেছিল। তাই রোগের নামকরণ হয়ে যায় স্প্যানিস ফ্লু।
আজকের করোনা থেকে স্প্যানিস ফ্লু ছিল কিছুটা অন্যরকম। আজ যেমন মৃত্যুর হার বৃদ্ধদেরই বেশী, স্প্যানিস ফ্লু’তে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছিল যুবক-যুবতীদের। ২০ থেকে ৪০ বছর বয়সীরাই বেশী আক্রান্ত হয়েছিল এবং তাদের মৃত্যুর হারও ছিল বেশি।
অন্যরকম বলার আরও একটি কারন রয়েছে। স্প্যানিস ফ্লুতে আক্রান্ত হয়েছেন তা ঠিকঠাকভাবে বুঝে ওঠার আগেই মৃত্যুর মুখে পতিত হতো মানুষেরা। এতটাই ভয়াবহ ছিল এই রোগের আচরণ। অনেকটা এরকম, ঘুম থেকে উঠে নিজেকে হয়তো বেশ দূর্বল মনে হচ্ছে কারও। প্রাত্যহিক কাজ সেরে তিনি অফিসে গেলেন। কিছুক্ষণ পরই তার জ্বর এল এবং শ্বাসকষ্ট শুরু হল। সঙ্গে বমি এবং নাক দিয়ে রক্তপাত। ব্যস। খুব কম মানুষই এরপর চিকিৎসা করার সময় ও সুযোগ পেত। সূত্র: আনন্দবাজার