জরুরি অবতরণে দুর্ঘটনা এড়াল মেসির প্লেন

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০ ১৫:৩৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৬ বার।

মেসির ব্যক্তিগত প্লেনের ল্যান্ডিং গিয়ারে ত্রুটি ধরা পড়ায় জরুরি অবতরণ করতে হয়েছে। শুক্রবার সকালে বেলজিয়ামের ব্রাসেলস শহরের জাভানটেম বিমানবন্দরে এই ঘটনা ঘটে। প্লেনে মেসি ছিলেন কি না, তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।

ব্রিটিশ গণমাধ্যম মিরর অনলাইন জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার দিকে প্লেনটি অবতরণ করে। ৯০ মিনিট পর সেটি আবার আকাশে ওড়ে।

বছর দুই আগে ১৩ মিলিয়ন ইউরো দিয়ে প্লেনটি কেনেন মেসি।

মেসির ব্যক্তিগত বিষয় বিধায় ঘটনাটি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ব্রাসেলস বিমানবন্দর কর্তৃপক্ষ।

করোনাভাইরাসে সব টুর্নামেন্ট বন্ধ হওয়ায় মেসি নিজের বাড়িতে আছেন বলে বিভিন্ন গণমাধ্যমে এর আগে জানানো হয়েছে। স্পেনে তিনি রাজকীয় বাড়ি কিনেছেন। আর্জেন্টিনায় না গিয়ে সেখানেই অধিকাংশ সময় পার করেন।