করোনা মোকাবিলায় বড় অঙ্কের সাহায্য নেইমারের

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০ ১৫:৪৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৪ বার।

নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) কারণে সৃষ্টি হওয়া বৈশ্বিক দুরবস্থা প্রতিরোধে ৮ কোটি টাকা দিচ্ছেন নেইমার। ব্রাজিল তারকা এ ব্যাপারে নিজে কিছু না বললেও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্কাই স্পোর্টস জানিয়েছে, ইউনিসেফের ফান্ডে ওই পরিমাণ অর্থ দিয়েছেন নেইমার।

ফুটবল তারকাদের মধ্যে লিওনেল মেসি বার্সেলোনা এবং তার দেশের একটি করে হাসপাতালের জন্য অনুদান দিয়েছেন। ক্রিশ্চিয়ানো রোনালদো তার দেশের দুই শহর লিসবন ও পোর্তোর দুই হাসপাতালে করোনাভাইরাসের চিকিৎসা সরঞ্জাম কিনে দিয়েছেন।

ব্রাজিলের বিভিন্ন অঙ্গনের কয়েকজন তারকা মিলে একটি তহবিল জোগাড়ের ক্যাম্পেইন শুরু করেছেন। নেইমার সেখানেও দান করবেন বলে শোনা যাচ্ছে। কিছু দিন আগে এই ক্যাম্পেইনের সঙ্গে তিনি সংহতি প্রকাশ করেন।

‘ভাইরাসের চেয়ে সংহতি বেশি সংক্রামক,’ ভিডিও বার্তায় এভাবে মানুষকে এগিয়ে আসতে বলেন পিএসজি তারকা, ‘সবাইকে এক হয়ে ভাইরাস মোকাবিলা করতে হবে। ’

করোনাভাইরাস মহামারী আকার ধারণ করার পর নেইমার পিএসজি থেকে ব্রাজিলে নিজের বাড়িতে চলে যান। সেখানেই এখন সময় কাটছে তার।