২৪ ঘন্টায় ছাড়পত্র পেয়েছে ১১৫

বগুড়ায় এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে ৪৮৮জনের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ ১২:১৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৮ বার।

বগুড়ায় ৪৮৮জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। ২৪ ঘন্টায় শেষ হয়েছে ১১৫জনের। গত ৩ এপ্রিল পর্যন্ত ছিল ৩৭৩জন। এদের সবাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান। 
তিনি জানান, গত ২৪ঘন্টায় বগুড়ায় নতুন করে ০৭জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই নিয়ে বগুড়ায় মোট ৪৯৭জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।
তিনি আরও জানান, বগুড়ায় সবচেয়ে বেশি হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে গাবতলীতে। সেখানে মোট ১৩০জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।