এক বাড়ি লকডাউন

বগুড়ায় শ্বাসকষ্ট নিয়ে ৭০ বছরের  বৃদ্ধের মৃত্যুঃ এলাকায় আতঙ্ক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ ১২:৩০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৭৫ বার।

বগুড়া শহরের পুরান বগুড়ার এলাকায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে ৭০ বছরের এক বৃদ্ধ মারা গেছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়। ওই বৃদ্ধের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ এলাকায়। এই ঘটনায় ওই এলাকায় একটি বাড়ি লক ডাউন ঘোষণা করেছে পুলিশ। তবে মৃতুর পর পরই তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন-এমন খরব ছড়িয়ে পড়ার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বাস্থ্য বিভাগের পক্ষ নমুনা সংগ্রহের জন্য সেখানে একটি টিম পাঠানোর কথা থাকলেও সন্ধ্যায় সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে কেউ যায়নি।
বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেন জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জের এক ব্যক্তি বগুড়া শহরে একটি হোটেলে বাবুর্চি হিসেবে কর্মরত। সে শহরের পুরান বগুড়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করে। ৭০ বছর বয়সী তার বাবা গত ২৪ মার্চ বগুড়ায় ছেলের বাসায় বেড়াতে আসে। শনিবার দুপুরে ওই বৃদ্ধ খাবার খেয়ে ঘরে বিশ্রাম নিতে যায়। দুপুর আড়াইটার দিকে সেখানেই তার মৃত্যু হয়। সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেন জানান, পরিবারের সদস্যরা জানিয়েছেন ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে শ্বাস কষ্টে ভূগছিলেন। আর মারা যাওয়া সেই বৃদ্ধের ছেলে জানিয়েছেন তার বাবার কোন জ্বর ছিল না। তিনি বলেন, ‘আমার আব্বা বহু বছর ধরে শ্বাস কষ্টে ভূগছেন। শীত কিংবা গরম বাড়লে আব্বার শ্বাস কষ্টও বাড়ে।’
বগুড়া সদর থানার ওসি এস এস বদিউজ্জামান জানান, শ্বাস কষ্টে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়ার পর পরই সেখানে পুলিশ পাঠানো হয়। তিনি বলেন, ‘নমুন সংগ্রহের পর লাশটি দাফনের জন্য তার গ্রামের বাড়ি সুনদরগঞ্জে পাঠানো হবে।

বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান জানান, বিষয়টি জানার পর পরই নমুনা সংগ্রহের জন্য স্বাস্থ্য বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।

বগুড়ার সিভিল সার্জন ডা. গাওসুল আজিম চৌধুরী জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহের জন্য একটি টিমকে সেখানে পাঠানো হচ্ছে।