সোস্যালে গান শুনিয়ে শ্রোতাদের ঘরবন্দি করে রাখলেন শ্রেয়া ঘোষাল

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ ১২:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯১ বার।

না, তিনি এখনও কোনও অর্থ দান করেনি ত্রাণ তহবিলে। কিন্তু লাখো লোককে ঘরবন্দি করে ফেললেন নিজের ক্যারিশ্মায়। তিনি জানেন, লকডাউনের মতো দুর্দিনে বই আর গানের মতো বিশ্বস্ত বন্ধু সত্যিই বিরল। এরা যেকোনও বয়সের মানুষের সারাজীবনের সুখ-দুঃখের সঙ্গী। আর শ্রেয়া ঘোষাল মানেই নানা স্বাদের অফুরন্ত গান। অনুরাগীদের বিনোদন বলুন বা মন ভালো করার জন্যে এবং একই সঙ্গে সবাইকে চার দেওয়ালে আটকে রাখতে কোকিল কণ্ঠের জাদু আরও একবার ছড়িয়ে দিলেন শিল্পী। না, কোনও সভাগৃহে নয়। সোশ্যালে, তার টিকটক পেজে। সেখানে শ্রোতাদের অনুরোধে, নিজের পছন্দের নানা গান টানা ৫০ মিনিট ধরে শুনিয়ে গেলেন শ্রেয়া। নিজের বাড়িতে সেল্ফ আইসোলেশন অবস্থায়।

শ্রেয়ার মতে, 'গান আমার নিঃশ্বাসে-প্রশ্বাসে। গান ছাড়া একটি দিনও কাটে না আমার। কিন্তু বাড়ি থেকে বেরোতে পারি না। স্টুডিওতেও যেতে পারছি না। গান শোনাতে পারছি না কোনও ফাংশানে। আপনারাও আমার মতোই ঘরবন্দি। তাই ভাবলাম, এই সুযোগ ছাড়ি কেন! আপনাদের সঙ্গে ভাগ করে নিই আমার নতুন-পুরনো গান। ঘরে বসে আপনাদের সঙ্গে বেশ কিছুটা সময় কেটে যাবে। গানও গাওয়া হবে আমার।'

কী কী গান শুনিয়েছেন শ্রেয়া? 'তুঝমে রব দিখতা হ্যায়', 'শুন রহা হ্যায় তু', 'আগর তুম মিল যাও', 'বরষো রে মেঘা মেঘা', 'না হুঁ ম্যায়', 'লাগ যা গলে', 'জাদু হ্যায় নশা হ্যায়' এবং আরও অনেক। গান শোনানোর পাশাপাশি শিল্পী খোলামেলা আড্ডাতেও মেতেছিলেন। সবার কমেন্ট পড়া, গান গাওয়া, আড্ডা, সব মিলিয়ে দুর্দান্ত অভিজ্ঞতা হল তার। এনডিটিভি