মোদির দেশব্যাপী বাতি জ্বালানোর আবেদনে সোশ্যাল সাইটে হাসির ছড়াছড়ি

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ ১৩:৪৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৮ বার।

করোনা ভাইরাসের কারণে দেশজুড়ে যেন নেমে এসেছে এক ঘন অন্ধকার। আতঙ্কের এই অন্ধকারময় পরিস্থিতি কাটাতে সবাইকে রবিবার রাত ৯ টার সময় ৯ মিনিটের জন্যে একযোগে প্রদীপ, মোমবাতি, টর্চ বা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালানোর অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা সংক্রমণের বিরুদ্ধে মনোবল একজোট করতেই ঘরের আলো নিভিয়ে ৯ মিনিটের জন্যে ওই কাজ করার অনুরোধ করেন তিনি। তবে রাস্তায় বেরিয়ে নয়, দেশবাসীকে যার যার ঘরের বারান্দা বা দোরগোড়ায় দাঁড়িয়েই ওই আলো জ্বালানোর অনুরোধ করেন প্রধানমন্ত্রী। শুক্রবার এক ভিডিও বার্তায় দেশের মানুষের প্রতি নরেন্দ্র মোদির এই আবেদনের পর সোশ্যাল সাইটগুলোতে হাসির হুল্লোড় বয়ে যাচ্ছে। মজা করে বিভিন্ন বার্তার আদানপ্রদান চলছে নেটিজেনদের মধ্যে।

প্রধানমন্ত্রী মোদির ওই আবেদনের পরেই কিছু লোক মজার মেমস তৈরি করেছেন এবং বিজ্ঞাপন, সিনেমা, টিভি ধারাবাহিক থেকে আলো প্রজ্জলনের দৃশ্যগুলি মজা করে শেয়ার করছেন। রবিবার রাতে কীভাবে লোকজন রাত ৯ টায় আলোকিত করবেন নিজের ঘর-বাড়ি তাই নিয়ে নানা ঠাট্টাও করছেন সোস্যালে। মজার এই টুইটগুলি ভাইরাল হয়েছে কিছু সময়ের মধ্যেই। এনডিটিভি