আইপিএল নিলাম ১৮ ডিসেম্বর

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৮ ০৮:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫০ বার।

সামনের বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর। ভারতীয় ক্রিকেট বোর্ড অবশেষে জানিয়েছে আইপিএল নিলামের দিনক্ষণ। নিলামে সর্বোচ্চ ৫০জন ভারতীয় ক্রিকেটার আর ২০জন বিদেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ থাকবে।

এবারের আসরে কিংস ইলেভেন পাঞ্জাবেরই সবচেয়ে বেশি খেলোয়াড় কিনতে হবে। ১১জনকে ছেড়ে দেওয়ার পর তাদের শূন্য স্থান পূরণ করতে হবে নিলাম থেকে। বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ২৩জন ক্রিকেটার রিটেইন করায় তারা কিনতে পারবে আর দুজন। তাতে কেনার জন্য বাকি থাকছে ৮.৪ কোটি রুপি। এছাড়া দিল্লি ডেয়ার ডেভিলস, রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সেররও কেনার সুযোগ থাকছে নিলাম থেকে।

বিপরীতে মুম্বাই ইন্ডিয়ান্স বিদেশি একজন ক্রিকেটার নিতে পারবেন। আর কেকেআর পারবে সর্বোচ্চ ৫জন। সানরাইজার্স হায়দরাবাদের ক্ষেত্রে দুটি বিদেশি ও তিনটি দেশি স্লট ফাঁকা রয়েছে এখনও।

এবারের নিলামের আসরটি হবে খুবই সংক্ষিপ্ত। তাই মাত্র একটি দিনই নির্ধারিত হয়েছে এর জন্যে। যেই কার্যক্রম শেষ হবে জয়পুরে।