শেরপুরে জাতীয় নির্বাচন নিয়ে আইন-শৃঙখলা বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত

শেরপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৮ ১৩:৫৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬১ বার।

নির্বাচনে বিশৃঙখলাকারীদের কঠোর হাতে দমন করার ঘোষণা দিলেন বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। পাশাপাশি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সবার সহযোগিতাও কামনা করেন তিনি। বুধবার বিকেলে শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসা মাঠে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক এসব কথা বলেন। শেরপুর থানা ও উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম যৌথ উদ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ নিরোধ ও জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ উপলক্ষে আইন-শৃঙখলা বিষয়ক এই আলোচনাসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম। তিনি বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে সারাদেশে মাদক নিয়ন্ত্রণে এসেছে। এছাড়া বর্তমান সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে সক্ষম হয়েছে। ইসলামের নামে যারা মানুষ হত্যা করে তারা প্রকৃত মুসলমান নয়। বরং তারা ইসলামের শক্র। তাই এই চক্রটি সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে। 

ওই আলোচনাসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ, জেলার অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান, জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক দিলারা জামান, শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুনসী  সাইফুল বারী ডাবলু, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম শফিক, শেরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি এড. তোজাম্মেল হক, সদস্য সচিব ফরহাদুজ্জামান শাহীন, সাবেক সভাপতি শাহজামাল সিরাজী এবং  মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান  বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বুলবুল ইসলাম।