কানাডায় গ্রেফতার হুয়াওয়ের নির্বাহী মেং ওয়ানঝু

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৮ ১১:৫৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৬ বার।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করার অভিযোগে চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ে‌র প্রধান ফিনান্সিয়াল কর্মকর্তা ও উপ-পরিচালক মেং ওয়ানঝুকে কানাডায় গ্রেফতার করা হয়েছে।

শনিবার তাকে গ্রেফতার করা হয়ে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বৃহস্পতিবার  প্রতিবেদন প্রকাশ করে।

এদিকে, এ প্রযুক্তি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা রেন ঝেংফেইয়ের মেয়ে মেং ওয়ানঝু।

কানাডার বিচার বিভাগ সূত্র জানিয়েছে, গত ১ ডিসেম্বর মেং ওয়ানঝুকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (০৭ ডিসেম্বর) আদালতে তার জামিনের শুনানি হতে পারে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, কানাডা কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে মেং ওয়ানঝুকে গ্রেফতার করেছে।

এ বিষয়ে হুয়াওয়ে জানিয়েছেন, অভিযোগ সম্পর্কে তাদের কাছে তেমন কোনো তথ্য নেই।

এছাড়া মেং অন্যায় কিছু করেছেন বলেও জানা নেই এ কোম্পানিটির।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান সংবেদনশীল সময়ে এ গ্রেফতার নিয়ে সমালোচকরা ভিন্ন মত দিচ্ছেন।