জেল থেকে বলছি '৫ লাখ দে, নইলে গুলি করে দেব'

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৮ ১৪:৩২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৫ বার।

নিজের পুরনো বাড়ি ভেঙে বহুতল ভবন নির্মাণ করছেন চেতন সিংহ। তাতে নজর পড়ে সন্ত্রাসীদের। হঠাৎ অপরিচিত নম্বর থেকে ফোন পেলেন চেতন।

ওপার থেকে বলছে, ‘ক্যা রে বড়িয়া বিল্ডিং কা কাম কর রহা হ্যায়, লেকিন হাম লোগোকো খরচা পানি নেহি মিল রহা হ্যায়।’

ওই ব্যক্তি আরও জানান, জেলে আছে তো কী হয়েছে, তার ছেলেরা গোটা শহরে ছড়িয়ে রয়েছে। তাদেরই একজন যাবে চেতনের কাছে। তার কাছেই পাঁচ লাখ টাকা দিয়ে দিতে হবে।

টাকা না দিলে কী হবে জানতে চাইলে উত্তর আসে: ‘অগর নেহি দিয়া তো, তুঝে গোলি মারকে টপকা দেঙ্গে।’

বুধবার কলকাতার দুর্গাচরণ মিত্র স্ট্রিটের বাসিন্দা চেতন সিংহের সঙ্গে এ ঘটনা ঘটেছে। প্রথমে বিষয়টিকে তিনি পাত্তা দেননি চেতন। কিন্তু কয়েকজনের সঙ্গে আলাপ করার পর জানতে পারেন রমেশ মাহাতোর কথা। রমেশ জেল থেকে এভাবে চাঁদাবাজি করছে। টাকা না দিলে বিপদ হতে পারে।

পরে তিনি আর দেরি না দ্রুত থানায় যান। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের গুন্ডাদমন শাখার এক কর্মকর্তার কাছে গিয়ে বিস্তারিত জানান। পরে স্থানীয় থানায় একটি এফআইআর নথিভুক্ত করে।