বগুড়ায় লেখক চক্রের আয়োজনে ২দিন ব্যাপী কবি সম্মেলন শুরু

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৮ ১২:৫১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩১০ বার।

বগুড়ায় শুরু হয়েছে ২দিন ব্যাপী কবি সম্মেলন। শুক্রবার সকাল  সাড়ে ১০ টায় সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলেক্ষে ওই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে এ বছর ৪০ জেলা থেকে দুই শতাধিক কবি সাহিত্যিক অংশগ্রহণ করেছেন। 

‘সংস্কৃতি জনগণের সম্পদ’ এই স্লোগানকে দীর্ঘ ৩০ বছর ধারণ করে আসছে বগুড়া লেখক চক্র। প্রথমদিনের কার্যসূচী অনুযায়ী কবি সম্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি কথাসাহিত্যিক ইমরান চৌধুরী। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি হাবীবুল্লাহ সিরাজী । বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি বজলুল করিম বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি কথাশিল্পী শিরীণ আখতার, কবি মাকিদ হায়দার, রাজশাহী কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার। বাচিকশিল্পী অলোক পালের সঞ্চালনায় উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কবি শিবলী মোকতাদির।

উদ্বোধনী পর্বে সংগঠনের মুখপত্র ‘ঈক্ষণ’ এর মোড়ক উন্মোচন করা । ‘কথা ও কবিতার দুটি পর্বে সভাপতিত্ব করেন কবি আলমগীর রেজা চৌধুরী ও কবি খৈয়াম কাদের। কবি কামরুন নাহার কুহেলীর উপস্থাপনায় এ পর্বে আলোচক হিসেবে ছিলেন জলিল আহমেদ, চৌধুরী বাবুল বড়–য়া, খালেদ উদ্দীন, তারপর স্বরচিত কবিতা পাঠ পর্বে দেশের বিভিন্ন প্রাপ্ত থেকে আগত কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন।

বিকেলে ‘স্বাধীনতা পরবর্তী বাংলা কবিতার স্বর’ শীর্ষক আলোচনা সভায় গল্পকার রাজা সহিদুল আসলামের উপস্থাপনায় আলোচক হিসেবে অংশগ্রহণ করেন মনি হায়দার, কবীর রানা, কাজী রাফি এবং হোসনে আরা মনি। আবৃত্তি পর্বে শরীফ মজুমদারের সভাপতিত্বে এবং অলোক পালের সঞ্চালয়ায় অংশগ্রহণ করেন সুনীল শৈশব, রাকিব জুয়েল, শ্রাবণী সুলতানা, জান্নাতুল ফেরদৌস তৃষা এবং জেফরিন রহমান। শুভেচ্ছা বক্তব্য পর্ব বিএফইউজে, ঢাকার যুগ্ম মহাসচিব ও বগুড়া লেখক চক্রের উপদেষ্টা জি এম সজলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার মোঃ শাহাদৎ হোসেন, শিবগজ্ঞ এম এইচ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল মান্নান, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা আতিকুর রহমান মিঠু এবং বিআইআইটি’র প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত। শুভেচ্ছা বক্তব্য পর্বটি সঞ্চালনা করেন যমুনা টিভি, বগুড়া ব্যুরো প্রধান মেহেরুল সুজন। শুভেচ্ছা বক্তব্য পর্বে বিআইআইটি’র প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত এর জন্মদিন হওয়ায় কেক কেটে তা পালন করা হয় এবং বগুড়া লেখক চক্রের পক্ষ থেকে প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকতকে উত্তরীয় এবং শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। শেষে সংশপ্তক থিয়েটার পরিবেশন করেন  সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার দ্বিতীয় দিনের আয়োজনে থাকছে সেমিনার, শুভেচ্ছা বক্তব্য, কথা ও কবিতা এবং এবং বগুড়া লেখক চক্র পুরস্কার প্রদান।