শিবগঞ্জের শামিমা বেগমকে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচিত করেছে টিএমএসএস

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৮ ১২:২৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬২ বার।

বেসরকারি সংস্থা টিএমএসএ এবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া গ্রামের গড়িয়ার পাড়ার বাসিন্দা শামিমা বেগমকে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচিত করেছে। শনিবার টিএমএসএসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। ৭০জন স্বেচ্ছাসেবীর মধ্যে সবাইকে পেছনে ফেলায় শামিমা বেগমকে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
জীবনের সর্বত্র স্বেচ্ছাসেবীদের অবদান সম্পর্কে গণ সচেতনতা এবং ঘরে ও বাইরে স্বেচ্ছাসেবায় অধিক সংখ্যক মানুষের অংশগ্রহণে উৎসাহ প্রদানের লক্ষ্যে জাতিসংঘ প্রতি বছর ৫ ডিসেম্বরকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালনের সিদ্ধান্ত ঘোষণা করে। ১৯৮৫ সালের ১৭ ডিসেম্বর সাধারণ পরিষদে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
টিএমএসএসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষ্যে গত ৫ ডিসেম্বর সকালে টিএমএসএসের গুজিয়া শাখায় র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানেই শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন টিএমএসএস পরিচালক আব্দুল সালাম, স্বেচ্ছাসেবক জহুরুল ইসলাম ও সিনিয়র জোনাল ম্যানেজার মিজানুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন টিএমএসএসের সহকারী জোনাল ম্যানেজার (মানবাধিকার ও জেন্ডার বিভাগ) মোছাঃ সাহানা আফরোজ খানম। ালোচনায় স্বেচ্ছাসেবক, ইউনিয়ন পরিষদ সদস্য এবং স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার অন্তত ৮০জন উপস্থিত ছিলেন।