সৌদি আরবে রোজা শুরু

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০ ১০:৪৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৪ বার।

আজ থেকে সৌদি আরবে রমজান শুরু হয়েছে। বৃহস্পতিবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট এ ঘোষণা দিয়েছে। আরব নিউজের খবর।

শুক্রবার ভোরে সৌদি বাদশা সালমান পবিত্র রমজান উপলক্ষে টুইট করেন। তিনি লিখেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া যে, পবিত্র রমজান মাসে চলে এসেছি আমরা। আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের রোজা ও নামাজগুলো কবুল করুন। আরো প্রার্থনা করি আমাদের উপর থেকে এবং পুরো বিশ্বের ওপর থেকে সব রকম গজব তুলে নিন। আমাদের জনগণ এবং সারাবিশ্বের মানুষের জন্য এই মাসটি হোক সৎ গুণে ভরা, আশীর্বাদের, আশার এবং শান্তির।’

এদিকে করোনা সংক্রমণ রোধে পুরো দেশের মসজিদে নিয়মিত জামাত ও তারাবিহ বন্ধ রাখা হয়েছে। তবে দুই পবিত্র নগরী মক্কা-মদিনার দুই মসজিদে তারাবির অনুমতি দেয়া হয়েছে।

রমজান উপলক্ষে সাধারণ মুসল্লিরা মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ঢুকার অনুমতি পাননি সাধারণ মুসল্লিতে। ইসলামের ইতিহাসে এমন ঘটনা প্রথম বলে জানা গেছে।

রমজানের শুরুতে লকডাউন কিছুটা শিথিল করা হয়েছে। রোজার প্রস্তুতিতে লোকজন স্বাস্থ্যসেবা ও খাদ্যের মতো অতি প্রয়োজনীয় জিনিসত্র কিনতে ঘর থেকে বের হতে পারে এই জন্য  সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত শিথিল থাকবে লকডাউন।

এখন পর্যন্ত সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯৩০ জন মানুষ, এর মধ্যে মারা গেছেন ১২১ জন।