শেরপুরে জয়িতা পদক পেলেন সফল পাঁচ নারী

শেরপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৮ ১২:১৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০০ বার।

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বগুড়ার শেরপুর উপজেলার পাঁচ সফল নারীকে জয়িতা পুরস্কার দেয়া হয়েছে। রোববার  বেলা ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে তাদের এই পুরস্কার দেয়া হয়। তাঁরা হলেন-অর্থনীতিতে উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী গ্রামের মো. লেবু মন্ডলের স্ত্রী মোছা. জুলিয়া আক্তার, শিক্ষা ও চাকরিতে সফল গাড়ীদহ ইউনিয়নের মহিপুর কলোনী গ্রামের মিজানুর রহমানের স্ত্রী মহসীনা বানু, সফল জননী পৌরশহরের রামচন্দ্রপুর পাড়া এলাকার প্রভাষ চন্দ্র কর্মকারের স্ত্রী গীতা রানী কর্মকার, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করে সফল নারী শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী মল্লিকা খাতুন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের আব্দুস সোবহান সেখের স্ত্রী মোছা. ফিরোজা খাতুন।
‘জয়িতা অন্বেষণ বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদফতর তাদের এই সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ। এতে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক  মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নিমাই ঘোষ, সহসভাপতি শাহজামাল সিরাজী, মৈত্রীর নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম শফিক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল।