বগুড়া সরকারি আজিজুল হক কলেজে বেগম রোকেয়া দিবস পালিত

অরূপ রতন শীল
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৮ ১২:৩২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৭১ বার।

রোববার  বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের রোকেয়া হলের আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে  সকাল ১১ টায় কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। র‌্যালী শেষে ক্যাম্পাসের বটতলায় রোকেয়া দিবসের গুরুত্বর উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর শাহাজাহান আলী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ফজলুল হক এবং কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, রোকেয়া হল সুপার প্রফেসর জোহরা ওয়াহিদা, সহকারি হল সুপার সাধন কুমার, শিক্ষকদের মধ্যে অর্থনীতি বিভাগের প্রফেসর মঞ্জু আরা বেগম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের গুলশান আরা, সমাজবিজ্ঞান বিভাগের সুবহানা লীনা এবং আরবি বিভাগের আবু বকর সিদ্দীকী। শিক্ষার্থীদের পক্ষে মৌসুমী আক্তার ভাবনা রোকেয়া হলের জন্য একটি লাইব্রেরী এবং হলের সামনে বেগম রোকেয়ার স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবী জানান। আলোচনা সভা সঞ্চালনা করেন মেহেরুন্নেসা ইতি।