নওগাঁর রাণীনগরে আক্রান্ত নার্সের সংস্পর্শে আসা ৬৮ জন হোম কোয়ারেন্টাইনে

রানীনগর(নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০ ১২:৫১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৩ বার।

নওগাঁর রাণীনগরে করোনা ভাইরাসে আক্রান্ত নার্সের সংস্পর্শে আসা তার স্বামী, সন্তান,চিকিৎসক,নার্স ও হাসপাতালের কর্মকর্তা কমচারীসহ মোট ৬৮জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া শনিবার ওই ৬৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসাপাতাল ল্যাবে পাঠানো হয়েছে। 
করোনা ভাইরাসে আক্রান্ত রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই নার্স (২৫) হাসপাতালের কোয়ার্টারে থাকেন। তিনি কোয়ার্টারেই চিকিৎসা সেবা গ্রহণ করছেন। আক্রান্ত ওই নার্স রাণীনগর উপজেলার বাসিন্দা।
রাণীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এএইচএম ইফতেখারুল আলম খাঁন বলেন, করোনায় আক্রান্ত নার্সের সংস্পর্শে আসা তার স্বামী, সন্তান, অন্য চিকিৎসক, অন্য নার্স ও হাসপাতালের কর্মকর্তা কমচারীসহ ৬৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসাপাতাল ল্যাবে পাঠানো হয়েছে। তাদের সবাইকে হোম কোয়ারেনটাইনে রাখাও হয়েছে। করোনায় আক্রান্ত ওই নার্সকে হাসাপাতের কোয়ার্টারে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। তবে কিভাবে তিনি আক্রান্ত হয়েছেন তা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।