বগুড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৮ ১৩:৩০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২৬ বার।

বগুড়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রবিবার সকালে শহরের সাতমাথায় র‌্যালী, মানব-বন্ধন ও গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় এবং দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় বগুড়ার সার্বিক ব্যবস্থাপনায় দিবসটি উপলক্ষে সকালে শহরের সেউজগাড়ি দুদক কার্যালয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন সাথে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটিতে কর্মসূচীর উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। এরপর দুদক কার্যালয় থেকে শুরু হওয়া এক বর্ণাঢ্য র‌্যালী শহরের সাতমাথায় এসে সমাপ্ত হয়। র‌্যালী পরবর্তী শহরের সাতমাথায় দুর্নীতির বিরুদ্ধে জেলার সকল শ্রেণীপেশার মানুষের উপস্থিতিতে মানব-বন্ধন অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা প্রশাসকের নেতৃত্বে র‌্যালী ও মানব-বন্ধনে উপস্থিত ছিলেন বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় বগুড়ার উপ-পরিচালক আনোয়ারুল হক, বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মমতাজ উদ্দিন সিআইপি, বগুড়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক সচিব আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক প্রফেসর মোজাম্মেল হক, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামান, দুদক বগুড়ার সহকারী পরিচালক যথাক্রমে আমিনুল ইসলাম, রবীন্দ্রনাথ চাকী ও আল-আমিন, উপ-সহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরী, দুদক বগুড়া জজকোর্টের পিপি আবুল কালাম আজাদ, সনাক বগুড়ার সভাপতি মাসুদার রহমান হেলাল, টিআইবি বগুড়ার এরিয়া প্রধান জেসমিন আক্তার পান্না, বিআরটিএ বগুড়ার ট্রাফিক পরিদর্শক ফয়েজ আহম্মেদ, বগুড়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মাহফুজ আরা মিভা, কার্যনির্বাহী সদস্যবৃন্দ যথাক্রমে বিনয় কুমার দাষ বিশু, ইমতিয়াজ আহম্মেদ, বাবুল আখতার রিপন, জাহাঙ্গীর আলম তোতা, হারুনার রশিদ, সাংবাদিক সঞ্জু রায়, মনোয়ারা খাতুন ও নূরদিয়া জাহান প্রমুখ। এছাড়াও বগুড়া জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের সততা সংঘের নেতৃবৃন্দ, টিআইবি বগুড়ার ইয়েস সদস্যবৃন্দ, রোভার স্কাউটস্ সদস্য ছাড়াও সমাজের নানা শ্রেনীপেশার প্রায় ২ শতাধিক মানুষ র‌্যালী ও মানব-বন্ধনে অংশগ্রহণ করেন। মানব-বন্ধন শেষে দুর্নীতির বিরুদ্ধে শপথ গ্রহণের অংশ হিসেবে গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচী এবং বিকেলে তথ্য অফিসের মাধ্যমে দুর্নীতি বিরোধী বিভিন্ন সচেতনতামূলক তথ্যচিত্র প্রদর্শন করা হয়।