ধামইরহাটে কর্মহীন ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ ১২:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৪ বার।

নওগাঁর ধামইরহাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএনপি নেতা খাজাঁ নাজিবুল্লাহ চৌধুরীর উদ্যোগে কর্মহীন ও অসহায়  প্রায় ৫ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 
নওগাঁর ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন এর উপস্থিতিতে সোমবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী জোতওসমান,চৌঘাট,মনোহরপুর,রসুলপুর ও রামচন্দ্রপুর গ্রামের  ১শত অসহায়,গবীর ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিদ্যানন্দ ফাউন্ডেশন রাজশাহীর শাখার সহযোগিতায় এবং ১৪ বিজিরি ব্যবস্থাপনায় প্রত্যেক পরিবারের মাঝে ৬ কেজি চাল,২ কেজি ডাল, আধা লিটার তেল, ২ কেজি, আটা,সুজি ১ প্যাকেট,বিস্কুট ১ প্যাকেট এবং আধা কেজি লবণ বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ। এদিকে বিএনপি নেতা খাঁজা নাজিবুল্লাহ চৌধুরীর ব্যাক্তিগত উদ্যোগে ধামইরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডেও ৪ শত পরিবারের মাঝে ২কেজি আটা,আধা কেজি ছোলা বুট এবং আধা কেজি চিনি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম আহবায়ক দেওয়ান ফেরদৌস হাসান,বিএনপি নেতা আমজাদ হোসেন,শাহান চৌধুরী,মাসুদুর রহমান,আব্দুস সালাম।